Thursday, August 27, 2020

যা বাস্তব ||||| Post By -----গল্প ঘর | Golpo Ghor

Writer: FM FIROZ

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

 

এই পৃথিবী কারোও আপন নয়,,,, তুমি কারো সাথে তোমার মন খারাপের কথা শেয়ার করে দেখ,,,,,,,,, একদিন সেই মানুষটি তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

একটি মেয়ের হাঁসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর,,,,,,,, কিন্তু,,,,,, একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার থেকে অনেক বেশি বেদনাদায়ক। কারন,,, একটি ছেলে খুব সহজেই কাঁদে না। তার কাঁদার পেছনে অনেক বড় কারন থাকে।

কথা শিখতে একজন মানুষের বেশিদিন সময় লাগে না কিন্তু,,,, কোথায় কি বলতে হয়, কীভাবে বলতে হয়,কী বলা উচিত তা শিখতে সারা জীবন সময় লেগে যায়।

 প্রকৃত সুখী সেই মানুষটি,,,যে,,, প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না।

 একটি অসৎ বন্ধুর থেকে একটি বিষধর সাপ ভালো,,,,,, কারণ সাপটি তোমাকে জীবনে একবার দংশন করবে,,,,,, কিন্তু,,,,,,অসৎ বন্ধুটি তোমাকে বারবার দংশন করতে থাকবে। 

 যদি তুমি সঠিক হোও তবে তা কখনোই প্রমাণ করতে করতে যেও না,,,,,,,, অপেক্ষায় থাকো সময় একদিন ঠিক প্রমাণ করে দেবে

। শুধু সাপ নয় কিছু মানুষো খুব বিষাক্ত হয়,,,,,,, সাপকে তবুও দুর থেকে চেনা যায়,,,,,, কিন্তু,,,, বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। 

 যে আগুন লাগায় সে জানে না,,,যার বুকে আগুন লেগেছে তার কতটুকু পুড়েছে

। আমার সব থেকে ভালো বন্ধু আয়না,,, কেননা,,, আমি যখন কাঁদি সে তখন কাঁদে না।

 নিজেকে কারো কাছে ব্যাক্ষ্যা করার দরকার নেই,,,, কারণ যারা তোমায় ভালোবাসে তারা এসবের প্রয়োজন মনে করবে না। আর যারা তোমায় ঘৃণা করবে তারা তোমাকে কখনই বিশ্বাস করতে পারবে না। 
   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

 খূব চালাক হোইয়ো না আবার খুব বোকা হয়েও থেকো না। 
 সব সময় নিজেকে ভালোবাসো ।
   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

Share this

Artikel Terkait

0 Comment to "যা বাস্তব ||||| Post By -----গল্প ঘর | Golpo Ghor"