Thursday, July 9, 2020

ছেলেরাও কাঁদে |||||| Post By -----গল্প ঘর | Golpo Ghor

(আমি ফিরোজ আমার মন থেকে গল্পটা লিখছি দয়া করে পুরোটাই পরবেন)


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor   Post  By -----গল্প ঘর | Golpo Ghor
ছেলে নামটা শুনে অত্যন্ত সহজ মনে হবে কারন নামটা মাএ দুই অক্ষরে লেখা।
কিন্তু একেক জনের কাছে নামটা শুনে একেক রকম মনে হয়।

কারো কাছে অপদার্থ কারো কাছে স্বার্থপর কেউ কেউ আবার বলে নিষ্ঠুর আবার কারো কাছে পাষান বলে মনে হয়।
কিন্তু কেউ ভেবে দেখেছেন কি যে ছেলেরা বাস্তবতার স্বিকার।


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

একজন ছেলেকে কেউ কেউ বখাটে বলে মন্তব্য করেন।
ছেলেরা নিজেদের সুখ খোঁজে না পরিবারের সুখেই তারা তাদের প্রকৃত সুখ অনুভব করে।

বাবার পর ছেলেই সংসারের দায়িত্ব গ্রহণ করে।
একজন ছেলেই জানে যে সে কতটা চাপ সহ্য করে পৃথিবীতে টিকে থাকে।
পরিবারের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া লোকটার নাম ছেলে।

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

একজন মেয়ে ইচ্ছে করলেই তার সুখ দুঃখের কথা তার মায়ের কাছে এবং আন্টির সাথে শেয়ার করতে পারে। কিন্তু একজন ছেলে ইচ্ছে করলেই তার সুখ দুঃখের কথা তার বাবা এবং আঙ্কেলের সাথে শেয়ার করতে পারে না।

অনেকেই মনে করেন ছেলেরা পাষান নির্দয় তারা কাঁদতে জানে না। তারা ভালোবাসতে জানে না। কিন্তু না
ছেলেরা পাষান নির্দয় কোনোটাই না ‌। তারা কাঁদতে জানে কিন্তু নীরবে। তারা ভালোবাসতেও জানে কিন্তু পরিবারের সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে নিজের অন্তরেই পুঁতে ফেলে।

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

একজন ছেলে কখন কাঁদে জানেন কি? যখন সে তার লক্ষে পৌছাতে পারে না। যখন সে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে না। যখন সে তার ছোট ভাই বা বোনের আবদার রাখতে পারে না।
তখন সে ঘুমানোর সময় একা একাই কাঁদে।
ছেলেরা পাহাড় সমান দুঃখ সোইতে পারে কিন্তু তা প্রকাশ করতে জানে না।


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor


একজন ছেলে এত সহজেই তার দুঃখ প্রকাশ করে না কারন বিপদের সময় পরিবারের সবাইকে সে একার সান্ত্বনা দিতে হবে।

ছেলেরা বরফের মতোই শক্ত কিন্তু একটু রোদের তাপ পেলেই গলে যায়।🙄🙄🙄

Share this

Artikel Terkait

2 Comments to "ছেলেরাও কাঁদে |||||| Post By -----গল্প ঘর | Golpo Ghor"