Saturday, September 19, 2020

ছোট গল্প: গুরুত্ব |||\ Post By -----গল্প ঘর | Golpo Ghor

Writer: FM FIROZ ,,,,

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor
 

ভুল মানুষকে সঠিক শেখায়। আঁধার শেখায় আলোর গুরুত্ব তেমনি কালো শেখায় সৌন্দর্যৈর গুরুত্ব। জীবনের প্রতিটি অধ্যায় এক-একেকটি বিষয় নিয়ে গঠিত। স্কুলে আগে শেখানো হয় তারপর পরিক্ষা নেয় আর সময় আগে পরিক্ষা নেয় তারপর শেখায়।

ভালোবাসা মানুষকে অন্ধ করে রাখে আর ভালোলাগা মানুষের অনুভূতি জাগায়


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

। পেয়সির দিকে তাকিয়ে থাকার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকার গুরুত্ব অনেক কেননা পেয়সির সৌন্দর্যের থেকে আকাশের সৌন্দর্যের গভীরতা বেশি।
সান্ত্বনা প্রদানকারী বন্ধুর থেকে সাহায্যকারী বন্ধুর গুরুত্ব অনেক কেননা বিপদের সময় সান্ত্বনা প্রদানকারী বন্ধু সান্ত্বনা দিয়ে চলে যায় কিন্তু সাহায্যকারী বন্ধু এসে সাহায্য করে।
সুন্দরী রমণীর থেকে কালো রমণীর গুরুত্ব বেশি কারণ,,, সুন্দরী রমণী তার সৌন্দর্যের পেছনে অধিকাংশ সময় ব্যয় করে আর কালো রমণী সংসার গোছাতেই সারাদিন ব্যস্ত হয়ে পড়ে

কাউকে দুর্বল ভাবাটা ঠিক না কারণ,,,, মরে যাওয়া শামুকের খোলসের আঘাতেও পা কেটে যায়
বিপদের সময় ভয় না করে স্বাভাবিক জীবনে ভয় করার গুরুত্ব অনেক কেননা বিপদের সময় কেউ অন্যান্য বিপদ নিয়ে আসে না কিন্তু স্বাভাবিক জীবনের আশে পাশে অনেক আপদ বিপদ নিয়ে ঘুরে বেড়ায়। 
 নায়ক/নায়িকাদের Fane হওয়ার চেয়ে নিজের বাবারFane হওয়ার গুরুত্ব বেশি কারণ নায়ক/ নায়িকারা তোমাকে চিনেই না কিন্তু তোমার বাবা তোমার জন্য সবকিছু করতেও রাজী। 
 অন্যকে জানার থেকে নিজেই নিজেকে ভালো করে জানা গুরুত্বপূর্ণ বিষয় কেননা নিজের মধ্যেও অনেক ভুল ভ্রান্তি বিরাজমান। 
 আবেগের চেয়ে বিবেক অধিক গুরুত্বপূর্ণ বিষয়। 


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor


সব শেষে বলি 
 Life is a exmenation hall এখানে একাই শিখতে হবে আর একাই পরিক্ষা দিতে হবে

Share this

Artikel Terkait

0 Comment to "ছোট গল্প: গুরুত্ব |||\ Post By -----গল্প ঘর | Golpo Ghor"