Thursday, July 9, 2020

ছেলেরা বড়োই অসহায়। Post By -----গল্প ঘর | Golpo Ghor

ছেলেরা বড়োই অসহায় কেননা তারা সব দিকেই মেয়েদের থেকে এগিয়ে। নিচে কিছু উদাহরণ দেওয়া যাক।
মেয়েরা পড়াশোনায় ভালো ছেলেরা খারাপ। তারপর; কোনো মেয়ের চাপা ভাঙ্গা থাকলে তাকে বলে কিউট মেয়ে।আর কোনো ছেলের চাপা ভাঙ্গা থাকলে তাকে বলে গাঁজা খোর।

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

কোনো মেয়ে কারো সাথে কথা না বললে তাকে বলে ভদ্র মেয়ে।আর কোনো ছেলে কারো সাথে কথা না বললে তাকে বলে অহংকারী ছেলে।

কোনো মেয়ে চিকনা থাকলে তাকে বলে জিরো ফিগারের মেয়ে।আর কোনো ছেলে যদি চিকনা থাকে তবে তাকে বলে ভাতে মরা বা ভাত পায় না।
কোনো মেয়ে ছেলেদের সাথে মিশলে তাকে বলে দুষ্টু মেয়ে।আর কোনো ছেলে যখন মেয়েদের সাথে মিশে তখন তাকে বলা হয় লুচচা ছেলে।

কোনো মেয়ের চুল কালার করা থাকলে তাকে বলে স্ট্যাইলিশ।আর আর কোনো ছেলের চুল কালার করা থাকলে তাকে বলে বখাটে ছেলে।
কোনো মেয়ে ফেসবুকে ছবি পোস্ট করলে লাইক পরে১০০ টা।আর ছেলেদের ছবিতে লাইক পরে২০ টা।
   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

কোনো মেয়ে মিথ্যা কথা বললে কথাটা সত্য কথায় রুপনেয়।আর কোনো ছেলে যখন সত্য কথা বলে তখন তার সত্য কথাও মিথ্যা বলে গন্য করা হয়।

কোনো মেয়ে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য নেয়৫০ টাকা। আর ছেলেরা নেয়২০ টাকা ।

ছেলেরা গাড়িতে ওঠার জন্য সিগন্যাল দিলেও গাড়ি থামতে চায় না। কিন্তু কোনো মেয়ে না দেওয়া সত্যেও ড্রাইভার গাড়ি থামিয়ে জিগ্গেস করে আপু কোই যাবেন
   Post  By -----গল্প ঘর | Golpo Ghor
আরো অনেক কিছুই বলার আছে কিন্তু বললাম না
দয়া করে কোনো আপু মাইন্ড করবেন না।

মিস করি স্কুল লাইফ |||| Post By -----গল্প ঘর | Golpo Ghor

মিস করি স্কুল জীবনটাকে কেননা জীবনের সবচেয়ে আনন্দময় মূহুর্ত ছিল স্কুল জীবনে।

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

মিস করি সেইসময় গুলোকে যখন সবাই মিলে এসিম্লি ফাঁকি দিয়ে স্কুলের পেছনের দিকে লুকিয়ে থাকতাম

মিস করি স্যারের সাথে সেই মিথ্যা কথাগুলো কে। যখন এক গ্লাস পানি খাওয়ার কথা বলে পুরো স্কুল ঘুরে আসাকে।  আবার মাঝে মাঝে দাড়োয়ানকে পটিয়ে বাজার দিয়ে ঘুরে আসাকে।

মিস করি সেইসময়কে যখন কমনরুমে দাঁড়িয়ে আড্ডা দিতাম।
মিস করি সেই  বিষ্টিভেজা দিন গুলো।
তখন বিষয়টি এলেই সবাই মিলে একজন একজন করে ভিজিয়ে দিতাম।

মিস করি সেই মূহূর্তকে যখন ক্লাশের বারান্দায় দাঁড়িয়ে সবাই মিলে আড্ডা দিতাম।

মিস করি কম্পিউটার রুমের সেই দুষ্টুমি।

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor


এখনো মিস করি স্কুলের স্যার-- ম্যাডামদেরকে
 
এখনো মিস করি স্কুলের প্রতিটি ভালুকার মধ্যে লুকিয়ে থাকা ৫ বছরের সেরা সৃতিগুলোকে।

মিস করি আমি আমার সকল বন্ধুদেরকে।
 
   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

Miss you all friends...
             Love you all friends

ছেলেরাও কাঁদে |||||| Post By -----গল্প ঘর | Golpo Ghor

(আমি ফিরোজ আমার মন থেকে গল্পটা লিখছি দয়া করে পুরোটাই পরবেন)


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor   Post  By -----গল্প ঘর | Golpo Ghor
ছেলে নামটা শুনে অত্যন্ত সহজ মনে হবে কারন নামটা মাএ দুই অক্ষরে লেখা।
কিন্তু একেক জনের কাছে নামটা শুনে একেক রকম মনে হয়।

কারো কাছে অপদার্থ কারো কাছে স্বার্থপর কেউ কেউ আবার বলে নিষ্ঠুর আবার কারো কাছে পাষান বলে মনে হয়।
কিন্তু কেউ ভেবে দেখেছেন কি যে ছেলেরা বাস্তবতার স্বিকার।


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

একজন ছেলেকে কেউ কেউ বখাটে বলে মন্তব্য করেন।
ছেলেরা নিজেদের সুখ খোঁজে না পরিবারের সুখেই তারা তাদের প্রকৃত সুখ অনুভব করে।

বাবার পর ছেলেই সংসারের দায়িত্ব গ্রহণ করে।
একজন ছেলেই জানে যে সে কতটা চাপ সহ্য করে পৃথিবীতে টিকে থাকে।
পরিবারের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া লোকটার নাম ছেলে।

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

একজন মেয়ে ইচ্ছে করলেই তার সুখ দুঃখের কথা তার মায়ের কাছে এবং আন্টির সাথে শেয়ার করতে পারে। কিন্তু একজন ছেলে ইচ্ছে করলেই তার সুখ দুঃখের কথা তার বাবা এবং আঙ্কেলের সাথে শেয়ার করতে পারে না।

অনেকেই মনে করেন ছেলেরা পাষান নির্দয় তারা কাঁদতে জানে না। তারা ভালোবাসতে জানে না। কিন্তু না
ছেলেরা পাষান নির্দয় কোনোটাই না ‌। তারা কাঁদতে জানে কিন্তু নীরবে। তারা ভালোবাসতেও জানে কিন্তু পরিবারের সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে নিজের অন্তরেই পুঁতে ফেলে।

   Post  By -----গল্প ঘর | Golpo Ghor

একজন ছেলে কখন কাঁদে জানেন কি? যখন সে তার লক্ষে পৌছাতে পারে না। যখন সে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে না। যখন সে তার ছোট ভাই বা বোনের আবদার রাখতে পারে না।
তখন সে ঘুমানোর সময় একা একাই কাঁদে।
ছেলেরা পাহাড় সমান দুঃখ সোইতে পারে কিন্তু তা প্রকাশ করতে জানে না।


   Post  By -----গল্প ঘর | Golpo Ghor


একজন ছেলে এত সহজেই তার দুঃখ প্রকাশ করে না কারন বিপদের সময় পরিবারের সবাইকে সে একার সান্ত্বনা দিতে হবে।

ছেলেরা বরফের মতোই শক্ত কিন্তু একটু রোদের তাপ পেলেই গলে যায়।🙄🙄🙄