Friday, July 17, 2020

01 Real love 💯 সত্তিই কী অদ্ভুদ ভালোবাসা । Post By -----গল্প ঘর | Golpo Ghor

বৃষ্টি : এই নাও..
ফিরোজ : কি?😒
বৃষ্টি : বিয়ের কার্ড..😞
ফিরোজ: কার বিয়ে?😱
বৃষ্টি : আমার..অবশ্যয় অন্য কারো বিয়ের কার্ড আমি দেবো না??😏
ফিরোজ: হুমম। সেটাই তো।😳
ফিরোজ: তোমার পছন্দ?😔
বৃষ্টি : অনেক..😇
 ফিরোজ:ছেলে কি করে?
বৃষ্টি :যাই করুক অনন্ত তোমার মতো বেকার না।😠😠
 ফিরোজ:তাহলে এতোদিন এই বেকার ছেলেটার সাথে ছিলে কেন?😢
বৃষ্টি : অনেক ভুল ছিলো।
 ফিরোজ: ভুল বুঝতে পেরেছো?😮
বৃষ্টি : হ্যা
 ফিরোজ: আর কিছুদিন আগে ভুলটা বুঝতে পারলে এভাবে আর কষ্ট পেতে হতো না?😢
 বৃষ্টি :আমার বেশ ভালোই লাগছে।😌 ফিরোজ:আমি তোমার কথা বলি নি।
বৃষ্টি : লজ্জার মাথা খেয়ে আবার বিয়েতে এসো না কিন্তু?🙊
 ফিরোজ: তাহলে এভাবে কার্ড দিলে কেন?😾
 বৃষ্টি : #Silent😒 
ফিরোজ: শপিং করেছো? 
বৃষ্টি : না করা হয় নি তবে করে নেবো।☺☺ ফিরোজ: কালো শাড়িতে তোমাকে বেশ লাগবে কিন্তু?😍
 বৃষ্টি : আমি কালো শাড়ি কিনবো না।😡😡 
ফিরোজ: লাল শাড়িতেও তোমাকে খুব সুন্দর লাগবে এটাও নিবে না?😒😒 
বৃষ্টি :দেরি হয়ে যাচ্ছে বাসায় যাবো.. 
ফিরোজ: বিয়েতে কি বিরিয়ানি রান্না করা হবে?😉😉
 বৃষ্টি : হুমম। সেটাও করা হবে। 
ফিরোজ: তাহলে লুকিয়ে যাবো।😛😛
 বৃষ্টি : কেন?? 
ফিরোজ: বিরিয়ানি তো মিস করা যাবে না।😋😋
 বৃষ্টি : কি গিফ্ট দেবে?
 ফিরোজ:অন্যের বউকে গিফ্ট দেওয়া ছেলে আমি না।😇
 বৃষ্টি : যাচ্ছি আমি, ভালো থেকো।😠😠 ফিরোজ: আচ্ছা গাড়ি ভাড়াটা দিয়ে যাবে? সকালে খাওয়ার টাকা বাচিয়ে এখানে এসেছি।😞😞
 বৃষ্টি : আর কত এভাবে? এই নাও দুপুরে খেয়ে নিও।
 ফিরোজ: আর দশ টাকা দিয়ে যাও?😜😜 বৃষ্টি: কি করবা? 
ফিরোজ: সিগারেট কিনবো।🚬🚬
 বৃষ্টি : তুমি তো এসব খেতে না?😱😱
ফিরোজ: আজ খুব ইচ্ছ করছে.. 
বৃষ্টি : এই নাও এটাই যেন শেষ খাওয়া হয়।😡😡 
ফিরোজ: আচ্ছা
 বৃষ্টি : আমি যাচ্ছি বাই। মেয়েটার চলে যাওয়ার দিকে আর তাকিয়ে থাকতে পারলাম না।😭😭 পেছন ঘুরে হাটা শুরু করলাম। হঠাৎ পেছন থেকে কে জানি ডাকলো? এই ছেলে? 
ফিরোজ: তুমি এখনো যাও নি?😦😦 
বৃষ্টি; নিজের গার্লফেন্ড কে তো ঠিকই ছেড়ে দিতে পারলে। ধরে রাখতে পারলে না?😭😭 ফিরোজ: কিভাবে ধরবো সে শক্তি তো নেই?😓😓 কার্ডটা খুলে দেখেছো? 
ফিরোজ:নাহ.
বৃষ্টি: ওটা বিয়ের কার্ড না রে পাগল।ওটা আমার জন্মদিনের কার্ড।আর কিভাবে ভাবলে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবো।😖
 ফিরোজ: বেকার ছেলেদের জন্য এতো মায়া দেখাতে নেই।
বৃষ্টি: আমার এই বেকার ছেলেটা কি আর সব সময় বেকার থাকবে?😇😇 একটু নাটক করলাম আর কি?
 ফিরোজ: কি বুঝলে?
বৃষ্টি: বুঝলাম আমি একটা গাধার প্রেমে পরেছি। চলো খুব ক্ষুদা পেয়েছে, খাবো।
ফিরোজ : আমার হাতটা আরও খুব শক্ত করে ধরো।☺☺
বৃষ্টি: হুমম ধরেছি তো।
 ফিরোজ: বিয়েটা হলেই ভালো হতো?😉😉 বৃষ্টি : কেন????
 ফিরোজ: পেট ভরে অন্তত বিরিয়ানি খাওয়া যেতো?😜😜
বৃষ্টি: চল আজ তোকে পেট ভরেই বিরিয়ানি খাওয়াবো।😡😡
( মেয়েটি ছেলেটার হাত ধরে এগিয়ে গেলো বিরিয়ানির দোকানে? আর এই দিকে ছেলেটা মুচকি হেসে ভাবতেছে, মেয়েটিকে রাগিয়ে খারাপ হয় নি। দুটো ভালোবাসা এক সাথেই পাওয়া গেলো)
   Post  By -----গল্প ঘর | Golpo Ghor